
ছবি: সংগৃহীত
২৭ মে, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মানতে হাটহাজারীর গড়দুয়ারা নয়ারহাট গোল চত্বরে হালদা নদী ডিম সংগ্রহকারী সমবায় সমিতির উদ্যোগে খতমে কোরআন ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ ঘটিকায় হালদা নদী ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সভাপতি কামাল উদ্দিন সওদাগরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এস এম খোরশেদুল ইসলাম,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুজিবুল হক,সহ-সভাপতি নূর নবী, নৌ পুলিশের পরিদর্শক রমজান আলী,আইডিএফ হ্যাচারি ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ আন নুর, ডিম সংগ্রহকারীদের পক্ষে মাহবুবুল আলম মেম্বার, এস্কান্দার মেম্বার, রোশাংগীর আলম,আলাউদ্দিন, শহিদুল্লাহ,আবদুল মান্নান, আলী আকবর,আবদুল কাদের, আবদুল মাবুদ, মাবুদ খাঁন, রবিউল হোসেন, আনিস, হেলাল, জাহাঙ্গীর আলম, ইকবাল, সোহেলসহ অর্ধশতাধিক ডিম সংগ্রহকারী।
এসময় খতমে কোরআন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন গড়দুয়ারা বড় মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আবদুর রহমান।
দোয়া ও মোনাজাত শেষে নদীতে এবং উপস্থিত সকলের মাঝে শিরনি বিতরণ করা হয়।
আবির