ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরাইলে হতদরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে গরীবের ডাক্তার খ্যাত জোহেব

মোঃ আতিকুল ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সরাইল,ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশিত: ০৩:৫৯, ২৭ মে ২০২৫

সরাইলে হতদরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে গরীবের ডাক্তার খ্যাত জোহেব

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে যাচ্ছে  এম.বি.বি.এস চিকিৎসক ডাঃ জোহেব আল হাসনাঈন। যার ফলে ইতিমধ্যেই সরাইল জুড়ে গরীবের ডাক্তার খ্যাতি অর্জন করেছেন তিনি। 

চিকিৎসক জোহেব আল হাসনাঈন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের পুত্র। তিনি ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ এবং রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার পদে রয়েছেন।

নিজ এলাকার প্রতি দায়িত্ববোধ ও মানুষের জন্যে কিছু করার আকাঙ্খা থেকে এ চিকিৎসক সরাইল উপজেলা সদরে নিজের মা-বাবার নাম অনুসারে প্রতিষ্ঠা করেছে ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার। সেখানে তিনি'সহ নিয়মিত রোগী দেখেন নানা বিষয়ে অভিজ্ঞ খ্যাতিমান চিকিৎসকেরা।

প্রায়শই গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের কার্যক্রম পরিচালিত হয় ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে। সেখানে ডাঃ জোহেব আল হাসনাঈন'সহ রোগী দেখেন অভিজ্ঞ অনেক চিকিৎসক।

ক্যাম্পিং এর পাশাপাশি প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত রোগীদের ফ্রী-স্বাস্থ্য সেবা, স্বল্প মূল্যে পরিক্ষা-নিরীক্ষা ও একেবারেই অসচ্ছল রোগীদের সাধ্যমতো ফ্রী ঔষধ প্রদানের পাশাপাশি নানা সময়ে আর্থিক সহযোগিতা করে থাকেন জোহেব আল হাসনাঈন। 

এ ব্যাপারে গরীবের ডাক্তার খ্যাত চিকিৎসক জোহেব আল হাসনাঈন জনকণ্ঠ’কে বলেন, আমার পিতা সবসময় আমাকে অসহায় মানুষদের থেকে টাকা নিতে নিষেধ করে। আমি আমার পারিবারিক শিক্ষা ও মানবিকতার জায়গাটুকু ঠিক রেখে পেশাদার দায়িত্ব পালনের চেষ্টা করি সবসময়। 

তিনি আরও বলেন, মানুষের জন্যে কিছু করতে পারার মধ্যেই আমি আনন্দ পাই। ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও আমি অসহায় মানুষদের পাশে ছিলাম, আগামীতে ও থাকবো।

রাজু

×