ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহজাদপুরে নজর কেড়েছে জাম্বু

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ২৬ মে ২০২৫

শাহজাদপুরে নজর কেড়েছে জাম্বু

ষাঁড় ‘জাম্বু’

শাহজাদপুরে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটগুলোতে কেনাবেচা জমে না উঠলেও পুরানটেপরি গ্রামের খামারি হাসমত আলী মেহেদীর লালনপালন করা ষাঁড় ‘জাম্বু’ ক্রেতাদের নজর কেড়েছে। প্রায় ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার ওই ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। এদিকে ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন এলাকার উৎসুক মানুুষ জাম্বুকে দেখতে প্রতিনিয়তই ভিড়  জমাচ্ছে ওই খামারে ।
উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরানটেপরি গ্রামের খামারি হাসমত আলী জানান, প্রায়  দুবছর আগে তিনি ওই ষাঁঁড়টি কেনেন। সেই থেকে সন্তানের মতো আদর-যতেœ বড় করে তুলেছেন ষাঁড়টিকে। বিশাল আকৃতির কালো রঙের ষাঁঁড়টির নাম রাখা হয়েছে ‘জাম্বু’।  ব্রাহমা-জার্সি ক্রস জাতের ষাঁড়টির বর্তমান ওজন প্রায় ৩০ মণ (১১,৫০০ কেজি)। কোরবানির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত ব্যাপারীরা এসে ষাঁড়টিকে দেখছেন। তিনি জানান, ষাঁড়টির দাম ১১ লাখ টাকা উঠেছে । কিন্তু উচ্চমূল্যের গো-খাদ্য খাইয়ে জাম্বুকে লালন-পালন করতে তার বাড়তি ব্যয় হয়েছে। তাই চাহিদামতো ১৫ লাখ টাকা দাম পেলে তিনি  ষাঁড়টি বিক্রি করবেন।

এদিকে কোরবানির বাজারে জাম্বু সিরাজগঞ্জ জেলাব্যাপী আলোচনার বিষয় হয়েছে।  খামারি হাসমত আলী মেহেদী জানান, স্থানীয় পশুর হাটে চাহিদা মোতাবেক দাম না পেলে তিনি ঈদুল আজহার এক সপ্তাহ আগে ষাঁড়টিকে বিক্রি করতে ঢাকার গাবতলী হাটে নিয়ে যাবেন। এ বিষয়ে সোমবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা  বিল্লাল হোসেন জানান, প্রাণিসম্পদ বিভাগ হাসমত আলী মেহেদীর খামারের জাম্বু নামে ষাঁড়টির প্রতি সব সময় সজাগ দৃষ্টি রেখেছেন। তাকে  প্রয়োজনীয়  চিকিৎসাসেবা, ভ্যাকসিনসহ  নানা পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করা হয়েছে।

×