ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশালের ২০ মণের ‘কালো মানিক’ রাজধানীতে আসছে হাট কাঁপাতে

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২১:৩১, ২৬ মে ২০২৫

বরিশালের ২০ মণের ‘কালো মানিক’ রাজধানীতে আসছে হাট কাঁপাতে

ছবি: জনকণ্ঠ

প্রতি বছর কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে বাহারি নামের গরু। এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে বাকেরগঞ্জ উপজেলার ২০ মন ওজনের ‘কালো মানিক’। 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত এই বিশাল দানব আকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘কালো মানিক’। আর এই ‘কালো মানিক’ বাকেরগঞ্জ উপজেলায় এখন আলোচনার তুঙ্গে রয়েছে। 

বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে কৃষ্ণকাটি  গ্রামের শামিম হোসেন ২ বছর আগে স্থানীয় বাজার থেকে ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটি ১ লাখ ৭৫ হাজার টাকায় কেনেন। শখের গরুটি যত্ন সহকারে নিঃসন্তানের মত লালনপালন করছেন তিন। শুধু খড়, খৈল, ভুসি, ভুট্টা, ঘাসসহ দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন ‘কালো মানিক’কে। মোটাতাজাকরণের কোনো ওষুধ প্রয়োগ করেননি তিনি।

পা থেকে মাথা পর্যন্ত কুচকুচে কালো বলেই ষাঁড়টির নাম দেয়া হয়েছে কালো মানিক। প্রায় চার বছর বয়সের ষাঁড়টির ওজন ৮ শ কেজি বা ২০ মণ। এর দৈর্ঘ্য ৮ ফুট ও উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

আর এই কালো মানিককে স্থানীয় বাজারে বিক্রি করতে না পারলে রাজধানী ঢাকা শহরে নিয়ে যাবেন বলে জানিয়েছেন কালো মানিকের মালিক শামীম আহমেদ। বিশাল আকারের কালো মানিককে দেখতে ক্রেতাসহ সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে প্রতিদিন শামীম হোসেনের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

সাব্বির

×