
স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ব্র্যাক কর্তৃক আয়োজিত মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রভাব কমানোর জন্য মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং কমিউনিটির মানুষের মাঝে মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য নরসিংদীর রায়পুরা পৌরসভায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) এর আয়োজনে এবং রায়পুরা পৌরসভা ও বাংলাদেশ ওয়েষ্ট টিট্রমেন্ট প্ল্যান্ট লিমিটেড সহযোগিতায় এই ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।
নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, দেশকে রাখুন সুন্দর’ এই স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা মাস্ক পরে হাতে ঝাড়ু ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পৌর এলাকার রায়পুরা বাজার বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় রায়পুরা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, পৌর কর নিধারক মোঃ জাহাঙ্গীর, পৌর কর আদায়কারী রোকন, বশির ফকির রায়পুরা বাজার কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক সারোয়ার মোল্লা, ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রজেক্ট (রায়পুরা শাখা) অফিসার মো: সোহান খান, টিভি কন্টোল প্রজেক্ট অফিসার শাহ আলম সহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সায়মা