ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইন্দুরকানীতে প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

কামরুল আহসান (সোহাগ), ইন্দুরকানী, পিরোজপুর

প্রকাশিত: ২১:২৬, ২৬ মে ২০২৫; আপডেট: ২১:২৭, ২৬ মে ২০২৫

ইন্দুরকানীতে প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ নেওয়ার কথা বলে টাকা নিয়ে পরবর্তীতে বিদেশ না নেওয়া ও টাকা ফেরত না দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। 

রবিবার (২৫ মে) রাতে অভিযুক্ত আসামি মোঃ কবির হোসেন মাতুব্বরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার কালাইয়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শামসুল হক মাতুব্বরের ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, পিরোজপুর পৌরসভার কৃষ্ণনগর ০৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মতিউর রহমান তালুকদারের ছেলে মোঃ নিক্সন তালুকদার (৫০) তার আত্মীয় রফিকুল ইসলামের মাধ্যমে অভিযুক্ত কবির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বরের পরিচয় হয়। এক পর্যায়ে সৌদি আরবের ভিসা আছে,যেতে চাইলে নেওয়া যাবে এ প্রস্তাব দিলে নিক্সন তালুকদার তাদের প্রস্তাবে রাজি হয়।

ভিসা,মেডিকেল,বিমান টিকেটসহ সর্বমোট ০৬ লক্ষ টাকা খরচ বাবদ নিক্সন তালুকদার তার আত্মীয় রফিকুল হাওলাদার এর সহযোগিতায় এক মাসের মধ্যে সৌদি আরব নেওয়ার শর্তে বিগত ২০/৭/২০২৩ তারিখে কবির মাতুব্বর ও জাকির মাতুব্বরের হাতে দেয়। এক মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা থাকলেও তারা তাদের ওয়াদা ভুলে গিয়ে বিদেশ না নিয়ে বিষয়টি তারা অস্বীকার করে,এমনকি টাকা চাইলে টাকা না দিয়ে তাদেরকে হুমকি ধামকি দেয়। 

ভুক্তভোগী নিক্সন তালুকদার নিরুপায় হয়ে বিগত ০৬/১০/২৩ তারিখে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আসামি কবির মাতুব্বর ও জাকির মাতুব্বরের নামে প্রতারণা মামলা দায়ের করে। আসামি কবির মাতুব্বর বাড়ি আসার খবর পেয়ে ২৩/৫/২৫ তারিখে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়ে ২৫/৫/২৫ ইং তারিখ রবিবার রাতে কবির মাতুব্বরকে গ্রেফতার করা হয়। 

এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান,প্রতারণা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী কবির মাতুব্বরকে গ্রেফতার করে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয় হয়েছে।

আসিফ

×