
ছবি: জনকণ্ঠ
মাদারীপুরের রাজৈরের সাংবাদিক এস. এম. ফেরদৌস হোসাইনের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন ও প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, গত ২০ মে ২০২৫, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিক ফেরদৌসের উপর নেক্কারজনক হামলা চালানো হয়। ঘটনার চার থেকে পাঁচ দিন পেরিয়ে গেলেও, এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার কোন উদ্যোগই নেয়নি রাজৈর থানা পুলিশ।
বক্তারা বলেন, “জেলা পুলিশকে বলছি, আপনারা এই হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনুন—এটাই সাংবাদিক সমাজের জোর দাবি। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি, সাংবাদিক ফায়জুল শরীফ, রকিবুজ্জামান, কাজল খান, হেমায়েত খান, কাইয়ুম শেখসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শহীদ