
রাজশাহীতে আওয়ামী দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত, ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা এবং ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে নগর বিএনপির একাংশ নেতা-কর্মী আওয়ামী দলের সহযোগী হিসেবে মৈত্রী গড়ে তোলা কিছু সিনিয়র নেতার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
সোমবার (২৬মে) সকাল ১১টার সময় সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি নতুন ভাবে পুনর্গঠন করতে হবে।
এ সময় বক্তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে অনেকে মামলা-হামলার শিকার না হয়েও দলের সুযোগ-সুবিধা, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছেন এবং চাপের সময় দল ত্যাগ করেছেন। তারাই এখন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন।
বক্তারা আরো বলেন, গত ১৭ বছরে কিছু নেতা সুবিধা-অসুবিধা বিবেচনায় দলকে ত্যাগ করেছেন, কিন্তু কর্মীদের বিপদে পাশে দাঁড়াননি। ৫ আগস্টের আন্দোলনের পর তারা আবারো সক্রিয় হয়ে দলীয় নেতৃত্বে প্রভাব বিস্তার করতে চান।
গত ১১মে নগর বিএনপির একাংশ একই দাবিতে সংবাদ সম্মেলন করেন। ওই সম্মেলনে অভিযোগ করা হয়েছিল, কিছু নেতা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলকে দুর্বল করে তুলছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা, মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম হারু, রাজশাহী বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু প্রমূখ।
রিফাত