ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

“ঘুমিয়ে স্বপ্ন নয়, তা বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে”— মীরসরাইয়ে যুবকদের উদ্দেশে জেলা প্রশাসক ফরিদা খানম

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:২৪, ২৬ মে ২০২৫; আপডেট: ১৫:২৫, ২৬ মে ২০২৫

“ঘুমিয়ে স্বপ্ন নয়, তা বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে”— মীরসরাইয়ে যুবকদের উদ্দেশে জেলা প্রশাসক ফরিদা খানম

ঘুমিয়ে স্বপ্ন নয়, তা বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সোমবার (২৬ মে) দুপুর ১২টায় মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ‘যুব কর্নার-২’-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, “আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য। সময় যেমন সামনে এগিয়ে চলে, তেমনি সময়ের গতির সঙ্গে সবাইকে অগ্রসর হতে হবে। তাহলে কেউ পিছিয়ে থাকবে না।”

এই উপলক্ষে এক আলোচনা সভা ও পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়। সভায় মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় যুব উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন তাছলিমা আক্তার প্রমি।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “সরকার তরুণ সমাজের ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। আজকের এই কর্মসূচি তারই অংশ। আমরা চাই, মীরসরাইয়ের প্রতিটি নাগরিক, বিশেষ করে যুবসমাজ, দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হোক এবং দেশের উন্নয়নে অবদান রাখুক।”

এই দিনে তিনি মীরসরাই থানা সংলগ্ন অছি মিয়া ব্রিজ এবং মীরসরাই ট্রাফিক পুলিশ বক্সেরও উদ্বোধন করেন, যা স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মীরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এছাড়াও, প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণও বিতরণ করা হয়, যাতে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে উৎসাহিত করা যায়।

অনুষ্ঠানে “মীরসরাই: সমৃদ্ধির অগ্রযাত্রা” শিরোনামে একটি প্রামাণ্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। আয়োজকদের মতে, বইটিতে মীরসরাইয়ের উন্নয়ন ও অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নুসরাত

×