ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাসমান ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করলেন জেলা সিভিল সার্জন

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৪:৩০, ২৬ মে ২০২৫

ভাসমান ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করলেন জেলা সিভিল সার্জন

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস রবিবার দিনভর ব্রহ্মপুত্র নদের চর বড় ভিটায় অবস্থিত ফ্রেন্ডশিপ কর্তৃক পরিচালিত ভাসমান এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন। চর ও দ্বীপচরের মানুষ এই ভাসমান হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। ফ্রেন্ডশিপের এই স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় এক দশক ধরে পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সময় ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা-তিস্তা অঞ্চলের দুর্গম চর-দ্বীপচরে ঘুরে ঘুরে সারা বছর স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে হাসপাতালটি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. মইনুদ্দিন আহমেদ এবং সিভিল সার্জনের অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ফ্রেন্ডশিপের পক্ষ থেকে হাসপাতাল ভিজিট পরিচালনায় উপস্থিত ছিলেন সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আব্দুস সালাম, কর্মসূচি ব্যবস্থাপক ডা. আসিফ আহম্মেদ এবং সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর মোঃ ইউসুফ মিয়া।

পরিদর্শনের সময় তারা হাসপাতালের চক্ষু ইউনিট, দন্ত ইউনিট, অপারেশন থিয়েটার, এক্স-রে ও পোস্ট অপারেটিভ বিভিন্ন কার্যক্রম, চিকিৎসা সেবা এবং রোগীদের সেবাদান পদ্ধতি পর্যালোচনা করেন। চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ফ্রেন্ডশিপ হাসপাতালের এই উদ্যোগকে প্রশংসা করেন সিভিল সার্জন।

এই ধরনের ভাসমান হাসপাতাল প্রত্যন্ত জনগণের মধ্যে স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান কর্মকর্তারা।
 

মারিয়া

×