
ছবি: সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুটি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
জানা গেছে, বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গার চৌরাস্তায় সমাবেশের ডাক দেয়। নির্দিষ্ট দূরত্বে দুপক্ষের লোকজন জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। পরে সংঘাতের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
পুলিশ জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিহাব