ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে পুলিশের কাছে চাঁদাদাবি,মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥

প্রকাশিত: ১২:৩৩, ২৩ মে ২০২৫; আপডেট: ১২:৩৫, ২৩ মে ২০২৫

রাজশাহীতে পুলিশের কাছে চাঁদাদাবি,মামলার আসামি গ্রেফতার

রাজশাহীতে পুলিশের কাছে চাঁদাদাবি ও ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আসামির নাম জীবন ইসলাম (৩৪) সে নগরীর খিরশিন টিকর (বাগানপাড়া) এলাকার দিরাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ও চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী জীবনকে গ্রেফতার করেছে। জীবনকে নগরের শাহমখদুম থানার চাঁদাবাজি মামলায় সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়।
 

আফরোজা

×