ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

১৩ হাজার ২৬৫ পরিবারের মাঝে ঈদের চাল বিতরণ

খোকন আহম্মেদ হীরা, স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৯:০৪, ২১ মে ২০২৫; আপডেট: ২১:১৮, ২১ মে ২০২৫

১৩ হাজার ২৬৫ পরিবারের মাঝে ঈদের চাল বিতরণ

ছবি : জনকণ্ঠ

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৩ হাজার ২৬৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে ঈদের খাদ্য সহায়তা প্রদানের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৩২ দশমিক ৩৫০ মেট্রিক টন চাল বিতরণের উদ্বোধন করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

রাজিহার ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ কেজি করে প্রতি পরিবারের মধ্যে চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, তদারকি কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, ইউপি সচিব গৌতম পালসহ অন্যান্যরা।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানিয়েছেন, উপজেলার রাজিহার ইউনিয়নে ২ হাজার ৬৯৪, বাকাল ইউনিয়নে ২ হাজার ২৯৮, বাগধা ইউনিয়নে ২ হাজার ২৯৮, গৈলা ইউনিয়নে ২ হাজার ৮৭১ এবং রত্নপুর ইউনিয়নে ২ হাজার ৬৯৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

সা/ই

×