
ছবি: দৈনিক জনকন্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও ভোক্তার অধিকার লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাজায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী মো. কামরুল হাসানকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি আখাউড়ার খরমপুর বাইপাস এলাকার এক হোটেল ব্যবসায়ী, যিনি কোনো ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিলেন।
অন্যদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ‘বিকল্প ট্রেডার্স’এর মালিক মো. নূরে আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বাইপাস রেলগেট এলাকায় আখাউড়া -আগরতলা সড়কে সরকারি জায়গায় খোলা ড্রামে তেল বিক্রি করছিলেন, যা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাব্বির