ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সাবেক এজিএস আলাউদ্দিনকে গ্রেফতার করতে  গিয়ে তোপের মুখে পুলিশ 

মোঃ শরীফ ভূইয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪২, ১৬ মে ২০২৫

সাবেক এজিএস আলাউদ্দিনকে গ্রেফতার করতে  গিয়ে তোপের মুখে পুলিশ 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নিষিদ্ধ ছাত্রসংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আলাউদ্দিনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ তোপের মুখে পড়ে। এসময় স্থানীয়রা পুলিশকে ঘেরাও করে আলাউদ্দিনের নামে কোন মামলা আছে কিনা জানতে চাইলে কোন সৎ উত্তর দিতে পারেনি।পরে স্থানীয়দের তোপের মুখে পড়ে ঘটনাস্থল থেকে পুলিশ চলে আসে। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশকে অবরুদ্ধ করে রাখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

শুক্রবার দুপুরে বিকালে  উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর ভুঁইয়া পাড়া জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে আলাউদ্দিন জুমআর নামায আদায় করার জন্য মসজিদের অবস্থান করছিলো। এসময় মসজিদের ভিতর খবর আসে গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই আক্তার হোসেন, এ এস আই আমিনুল ইসলাম এর নেতৃত্বে সাদা পোশাকে একটি টীম আলাউদ্দিনকে গ্রেপ্তার করতে মসজিদের বাইরে অপেক্ষা করছে। মুসুল্লিরা মসজিদ থেকে বের হয়ে তার নামে কোন মামলা ও  গ্রেপ্তারের কারণ জানতে চাইলে পুলিশ কোন সদুত্তর দিতে পারেনি। এসময় খবর পেয়ে মুসুল্লিদের সাথে স্থানীয়রা মিলে পুলিশকে ঘেরাও করে রাখে।  

এ ব্যপারে সহকারি সিনিয়র পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদি ইসলাম জানান, সাদা পোশাকে পুলিশ কোন কোন ক্ষেত্রে অভিযানে যেতে পারে তবে ওই টিমে অন্তত একজন পোশাকধারী পুলিশ থাকতে হবে। মানিকপুর এলাকায় পুলিশের অভিযানের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। কোন পরিস্থিতিতে সাদা পোশাকে সেখানে অভিযান পরিচালনা করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এ এস আই  আমিনুল ইসলাম জানান, একজন ওয়ারেন্টের আসামি ধরার জন্য ওখানে গিয়েছিলাম তবে সাবেক এজিএস আলাউদ্দিনকে গ্রেফতারের জন্য ওই এলাকায় অভিযানে যায়নি। পুলিশের পোশাক পড়ে গেলে টের পেয়ে আসামি চলে যাবে তাই সবাই সাদা পোশাকে অভিযানে গিয়েছি। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

নোভা

×