ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ

মোস্তাফিজুর রহমান টিটু ,স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৯:১১, ১৬ মে ২০২৫

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ

ছবিঃ জনকণ্ঠ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল গাজীপুরস্থ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রতিবাদে শিক্ষার্থীরা ওই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ৬ দফা দাবিতে শুক্রবার দিনভর অবস্থান, বিক্ষোভ ও মানববন্ধন করেছে। 

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকাস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ, স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থানান্তর, পর্যাপ্ত ল্যাবরেটরী এবং ওয়েবসাইট ও ই-সেবা পোর্টাল সুবিধার ব্যবস্থা করণসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিল। এসব দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করে তারা। এসব দাবি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার জন্য শুক্রবার (১৬ মে) তারিখ নির্ধারণ করে ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। কিন্তু বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ গেইটে টানিয়ে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোস্তফা কামাল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৫ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ১৬ মে হতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 

শুক্রবার সকালে শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত আলোচনায় অংশ নিতে এসে ওই নোটিশ ও তালাবদ্ধ গেইট দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা এসময় ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকেল পর্যন্ত তারা বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণার কথা বলে শুক্রবারের কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাস এলাকা ত্যাগ করেন।  

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী মো. ইমরান জানান, ১০ বছরের বেশি সময় ধরে গাজীপুরের তেলিপাড়া এলাকার অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও বিধি অনুযায়ী এখন স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কোন উদ্যোগ গ্রহণ করে নি কর্তৃপক্ষ। এ ছাড়াও গত প্রায় দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ীভাবে কাউকে নিয়োগ না দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে ভারপ্রাপ্ত উপাচার্যের স্বাক্ষরিত সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বর্তমানে একহাজারের বেশি শিক্ষার্থী রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। কোন কারণ ছাড়াই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে এসব শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 

তিনি আরো জানান, শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- আগামী ১ মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ, সকল বিভাগে যোগ্য শিক্ষক নিয়োগসহ শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরুর ১০ বছর হয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কোন পদক্ষেপ নেওয়া হয় নি। দ্রুততম সময়ে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। ওয়েবসাইট ও শিক্ষার্থীদের জন্য ই-সেবা পোর্টাল চালু করতে হবে। সকল বিভাগে পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করতে হবে। প্রশাসনিক সেকশনে শিক্ষার্থীরা যেন কর্মকর্তা-কর্মচারী দ্বারা কোন প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

সাব্বির

×