ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাগেরহাটে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৯:১০, ১৬ মে ২০২৫

বাগেরহাটে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় এক নারী ধর্ষণের অভিযোগে পুলিশ সফিকুল ইসলাম টিটু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাকে শুক্রবার (১৬ মে) বিকেলে বাগেরহাট আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো হয়। নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে টানা দুমাস ধরে কয়েক দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে থানায় মামলা দায়ের হওয়ার পর রাতে অভিযান চালিয়ে চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের নিজবাড়ি থেকে সফিকুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করা হয়। মোংলা থানার ওসি অনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার ৩০ বছর বয়সী এক নারী কাইনমারী গ্রামের নুরুল আমীনের বাড়িতে একা ভাড়া বাসায় থাকতেন। এ সময় বাড়ির মালিকের ছোট ভাই টিটু বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।

তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার সর্বশেষ ধর্ষণের শিকার হয়ে ওই নারী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক যুবককে শুক্রবার বিকেলে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।   

আসিফ

×