
জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর থানায় মামলা, আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি, এখন বাড়ি ছাড়া ভোক্তভূগী আব্দুল মজিদের পরিবার।
এমন ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মোড়ারচর গ্রামে।
এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে অজ্ঞত নামা আসামী করে ধামরাই থানায় অভিযোগ করেছেন ভোক্তভূগী আব্দুল মজিদ (৬৫) এর ছেলে আশিকুর রহমান (২৯),মামলা নং ০৯/১৪,০৫,২০২৪।
আসামিরা হলেন, আলী হোসেন(৫২) পিতা মৃত কফিল উদ্দিন, ইস্রাফিল (৪৭), হারুন,চাঁন মিয়া সর্ব পিতা মৃত আহাম্মদ আলী, এরা সবাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মোড়ারচর গ্রামের বাসিন্দা।
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ আব্দুল মজিদের ঘর। অত্যাচার, নির্যাতন ও হয়রানির ভয়ে মজিদের পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। প্রতিবেশী বাড়ির আলী হোসেন সম্পর্কে তার চাচাতো ভাই। জমি নিয়ে তার সঙ্গে বিরোধ রয়েছে। অভিযোগ উঠেছে মজিদের বাড়ির জায়গা দখল করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছেন আলী হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের ৮ মে বাড়ির কাছে দাড়িয়ে ছিলেন মজিদ, হঠাৎ করে আলী হোসেন গংরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এলোপাথারি মারধর করে। মজিদের ডাক চিৎকারের লোকজন এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে মজিদকে রক্তাক্ত জখম অবস্থায় লোকজন হাসপাতালে ভর্তি করে।
এ বিষয় মালার বাদী আশিকুর রহমান বলেন, আমরা প্রায় ছয় মাস ধরে বাড়ি ছাড়া, বাড়িতে আসলে আমাদের মেরে ফেলবে। আর আসামী আলী হোসেন গং আদালত থেকে জামিনে এসে আমাদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে।
এ বিষয় অভিযুক্ত আলী হোসেন জমি দখলের বিষয় অস্বীকার করে বলেন, আমরা তার হাত ভাঙ্গি নাই, মামলা তুলে নিতে হুমকিও দেই নাই। তারা আমাদের নামে মিথ্যা মামলা করেছে।
রাজু