
ছবি : জনকণ্ঠ
কোনো রকম উৎকোচ কিংবা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ২১ জন। অনন্য এই দৃষ্টান্ত সৃষ্টি করেছে পটুয়াখালী জেলা পুলিশ প্রশাসন।
আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে দশটায় তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।
মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফটের বিনিময়ে পটুয়াখালীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২১ জন তরুণ-তরুণী। এর মধ্যে ৬ জন নারী ও ১৫ জন পুরুষ।
শুক্রবার সকালে পটুয়াখালী পুলিশ লাইনে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচিতদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।
কোনো রকম তদবির কিংবা অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই, স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নির্বাচিত তরুণ-তরুণীরা।
দরিদ্র হওয়ার কারণে কখনোই সরকারি চাকরি পাওয়ার কল্পনাও করেননি অনেকে। এ যেন তাঁদের জীবনে আকাশের চাঁদ পাওয়া।
এ বিষয়ে দৈনিক জনকণ্ঠকে পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, “পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে যোগ্যতা সম্পন্নরাই চাকরির সুযোগ পাচ্ছে। দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটছে। এটি ধরে রাখতে বদ্ধপরিকর পটুয়াখালী জেলা পুলিশ।”
সা/ই