ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় জয়পুরহাট পৌরসভা ও এরাজ ভেঞ্চার’স চুক্তি স্বাক্ষর

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট

প্রকাশিত: ২০:২৬, ১৫ মে ২০২৫; আপডেট: ২০:২৭, ১৫ মে ২০২৫

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় জয়পুরহাট পৌরসভা ও এরাজ ভেঞ্চার’স চুক্তি স্বাক্ষর

জয়পুরহাট পৌরসভা এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য জয়পুরহাট পৌরসভা ও এরাজ ভেঞ্চার’স লিঃ এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান জাকস ফাউন্ডেশন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহা: সবুর আলীর সভাপতিত্বে পরিচ্ছন্ন জয়পুরহাট শহর গড়ার লক্ষ্য নিয়ে পৌরসভা ও বেসরকারি সংস্থা এরাজ ভেঞ্চার’স লিঃ এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোম্মান খান জনি, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়য়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে জয়পুরহাট পৌরসভা ও এরাজ ভেঞ্চার’স লিঃ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর করেন পৌরসভার পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ রেজা ও এরাজ ভেঞ্চার’স লিঃ এর পক্ষে নির্বাহী পরিচালক ইছাহাক সরকার।

রাজু

×