
ছবি- দৈনিক জনকণ্ঠ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী ময়না এসসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুনের ওপর বহিরাগত এক যুবকের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
বুধবার (১৪ মে) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গিয়ে সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেন কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী। তাঁরা ঘটনার বিস্তারিত জানতে চান এবং দ্রুত দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে তাঁরা শান্তিপূর্ণভাবে বিদ্যালয় ত্যাগ করেন।
এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে ভিডিওটি দেখেছি। শিক্ষক একজন শ্রদ্ধার পাত্র, তার ওপর এমন বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায় না। অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থী নয়, সে একজন সমাজবিরোধী। দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক।”
ভিডিও ফুটেজে দেখা যায়, ‘পিয়াস’ নামে এক যুবক প্রধান শিক্ষককে মারধর করছেন। হামলার পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
সহকারী প্রধান শিক্ষক মো. হাসেম আলী মৃধা বলেন, “সোমবার সকালে কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তি লাইব্রেরিতে তালা দিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখে। প্রধান শিক্ষক এসে তালা খোলার পরপরই এক যুবক তাঁকে কিল-ঘুষি মারে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।”
প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুন বলেন, “আমার ওপর হামলাটি পরিকল্পিত। একজন প্রধান শিক্ষক যদি নিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা না পান, তাহলে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন এবং পরে শান্তিপূর্ণভাবে চলে যান।” এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানভীর হাসান চৌধুরী বলেন, “ঘটনার তদন্ত চলছে। শিক্ষকদের বক্তব্য শোনা হবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখতে প্রশাসন সজাগ রয়েছে।”
নোভা