
ছবি: দৈনিক জনকণ্ঠ
চুয়াডাঙ্গায় প্রচণ্ড খরতাপ বইছে। শনিবার (১০ মে) দুপুর ৩ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ১৬ শতাংশ।
এদিকে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রোজগারের জন্য তাদের রোদ আর তাপদাহ উপেক্ষা করেই রাস্তায় নামতে হচ্ছে।
এই অস্বাভাবিক গরমে শুধু শ্রমজীবী মানুষ নয়, শিশু, বৃদ্ধ ও অসুস্থরাও চরম দুর্ভোগে পড়েছেন। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত সমস্যার রোগী ভর্তি বাড়ছে বলে জানা গেছে।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন চুয়াডাঙ্গায় এমন খরতাপ অব্যাহত থাকতে পারে। এজন্য জনসাধারণকে দুপুরের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, দুপুর ৩ টায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
ফারুক