
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ভারতীয় মহিষ, বিদেশি মদ, বিড়ি সহ প্রায় ৭০ লক্ষ টাকার পণ্য সামগ্রী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন বিওপি’র একটি আভিযানিক বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ টি মহিষ আটক করে। আটককৃত মহিষের আনুমানিক বাজারমূল্য ৬৫ লক্ষ ৮০ হাজার টাকার সমপরিমাণ।
এছাড়াও মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল বিদেশি মদ এবং ভারতীয় ৮৪ হাজার পিস পাতার বিড়ি আটক করে। আটককৃত মদ ও বিড়ির আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকার সমপরিমাণ।
রাজু