ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মিজানুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:৩২, ৭ মে ২০২৫

ফুলবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছবি: জনকন্ঠ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বুধবার (৭মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, জোবেদা অটো রাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি ওয়াহেদ আলী, কথন-মিফতি অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, জোবেদা অটো রাইস মিলের জিএম আজিজার রহমান ও কৃষক শফিয়ার রহমান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে এ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ৭১০ মেট্রিক টন এবং মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ২ হাজার ১৪৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

রবিউল

×