ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২১:২৬, ৭ মে ২০২৫; আপডেট: ২৩:৩৩, ৭ মে ২০২৫

নীলফামারীতে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

ছবি: জনকণ্ঠ

নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৭মে) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

আয়োজক দফতরের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মোঃ খায়রুল আনাম। বক্তব্য দেন নীলফামারী সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ওমর ফারুক, নীলফামারী আলীয়া মাদরাসার ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মুহিব্বুল ইসলাম, টুপামারী ফাজিল মাদরাসার প্রভাষক রাজিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক দফতরের ফিল্ড অফিসার মাসুদ রানা।

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, জেলা পর্যায়ে অনুষ্ঠিত দুই গ্রুপে বিজয়ী নয়জনকে ক্রেস্ট, সনদ পত্র ও বই প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক। 

শহীদ

×