
ছবি: জনকন্ঠ
নীলফামারীতে নিজবাড়ির গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আবু তালেব (৪৫) নামের এক কৃষক। শুক্রবার (২ মে) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার তিস্তা নদী সংলগ্ন পশ্চিম ছাতনাই গ্রামে। নিহত কৃষক ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পশ্চিম ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, সকালে নিজবাড়ির গরু রাখার গোয়াল ঘর কৃষক আবু তালেব পরিষ্কার করছিলেন। সে সময় সেখানে বিদ্যুতের সংযোগকৃত তার ছিড়ে পড়লে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তিনি অভিযোগ করে জানান, এলাকার কিছু লাইন ম্যান কম দামের সাধারণ ফ্ল্যাক্সিবল তার দিয়ে বিভিন্ন বাসা বাড়ির বিদ্যুতের তারের মাধ্যমে বাল্ব জ্বালানো ব্যবস্থা করে দেন। এতে কৃষকদের বাসাবাড়িতে চরম ঝুঁকির সৃষ্টি হয়ে রয়েছে।
রফিকুল ইসলাম আরও জানান, নিহত কৃষক আবু তালেবের বাড়িতেও এমন অনিরাপদ তার ব্যবহার করা হয়েছিল। পল্লি বিদ্যুৎ অফিসকে বারবার জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হয়েছে। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তাহমিন/রবিউল