
ছবি: সংগৃহীত
গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেছেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহায়-সম্পদ বিক্রি করে আমরা বিশ্বাস করে কোন না কোন লোককে দিয়ে থাকি পরে ওই ব্যক্তি টাকা মেরে দেয় ফলে সে আর বিদেশ যেতে পারে না, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরে তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। যারা বিদেশ যেতে চায় তাদের বিদেশ যাওয়ার আগেই বুয়েসেলের সাথে যোগাযোগ করে বিদেশে গেলে প্রতারিত হওয়ার আর কোনো সুযোগ নেই। এছাড়া কাজের প্রতি দক্ষতা বাড়াতে হবে। কর্মে যোগদানের আগে কর্মের দক্ষতার দিকে মনোযোগী হতে হবে। বিদেশে বাংলাদেশের কর্মীদের অনেক মূল্য আছে। বিদেশে কাজ করতে হলে ইংরেজি ভাষা জানতে হবে। বাংলা ভাষার চেয়ে ইংরেজি অনেক সহজ ভাষা। মানুষের সাথে স্বাভাবিক যোগাযোগের জন্য যে সমস্ত ইংরেজি শব্দ জানা দরকার তা শিখে দক্ষতা বৃদ্ধি করা যায়। যদি ইংরেজি ভাষা শিখে দক্ষতা বাড়ানো যায় তাহলে আমাদের দেশের কর্মীদের আর পিছনের দিকে তাকাতে হবে না।
আজ শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ( বোয়েসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন। গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুয়েসেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে বাংলাদেশের কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে। যারা বিদেশে যাবে তাদের নিরাপত্তা হীনতার কোন কারণ নেই। ১৯৮৪ সালে ২৬ জানুয়ারি বুয়েসেল যাত্রা শুরু করে। এ পর্যন্ত বুয়েসেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে দুই লক্ষ শ্রমিক কর্মসংস্থান হয়েছে। বুয়েসেল স্বল্প খরচে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠিয়ে থাকে। দক্ষ কর্মী বিদেশে পাঠিয়ে কোরিয়ার মত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বুয়েসেল প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী বাছাই করা হয় এবং একটি সিরিয়াল তৈরি করা হয়। কিভাবে কাজ করতে হবে, কি আচরণ করতে হবে অবৈধভাবে টাকা পাঠানো যাবে না এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। আপনার দক্ষতাই হলো বিদেশে চাকরি পাওয়ার প্রথম শর্ত।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুয়েসেলের জেনারেল ম্যানেজার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আব্দুল হালিম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, তাহলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ রিয়াদ মাহমুদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি দিল আফরোজ, বি আরডিবি কর্মকর্তা সুমন মোল্লা, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, বিভিন্ন গার্মেন্টসের কর্মীসহ অন্যান্যরা।
আসিফ