ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কালকিনিতে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে সোনালি হাসি

মো. জাফরুল হাসান, নিজস্ব সংবাদদাতা, কালকিনি

প্রকাশিত: ১৪:৩১, ২ মে ২০২৫

কালকিনিতে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে সোনালি হাসি

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে ফুটেছে সোনালি হাসি। দুই উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা ধানে ছেয়ে গেছে প্রকৃতি। মাঠে চলছে ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। তবে চলতি বোরো মৌসুমের শুরুতে অনাবৃষ্টির ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়ে ছিলেন উপজেলার কৃষকেরা। কিন্তু সব শঙ্কা ছাপিয়ে এবার বোরোর ভালো ফলন পেয়ে কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। একই সঙ্গে বাজারে দাম ভালো হওয়ায় কৃষকেরা খুশি। আজ শুক্রবার সকালে উপজেলার এনায়েতনগর ও গোপালপুরসহ কয়েকটি গ্রামে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

উপজেলা কৃষি সম্প্রসারন অর্ধিদপ্ত সুত্রে জানা গেছে, চলতী বছরে কৃষি বিভাগের আওতায় কালকিনি ও ডাসার উপজেলায় প্রায় দশ হাজার ১শত ৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উপজেলা কৃষি বিভাগের ধারণা, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাবে কৃষকরা। দুই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠে শুধু ধান গাছ। দিগন্তজুড়ে সবুজ ধান পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। ধান কাটছে কৃষকেরা। ভোর থেকে রাত অব্দি ক্ষেতের ফসল গোলায় তোলায় ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলার গোপালপুর গ্রামের ছলেমান, জব্বার খলিল,উত্তম বাড়ৈ, বালিগ্রামের রিপন মোল্লা, নাসির মোল্লা, হিরমন মাঝি এনায়েতনগরের নাসির মিয়া, বিনয় মন্ডলসহ অনেকে জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও পরামর্শে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলনের আশা করছে তারা। প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত বছরের তুলনায় এবার ভালো ফলন ঘরে তুলতে পারবে কৃষকরা। উপজেলা কৃষি কমকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ফলন আশানুরূপ হয়েছে। ইতিমধ্যে কৃষকরা মাঠের ৪০ ভাগ ধান কেটে ঘরে তুলেছে। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে ধান ৮০ ভাগ পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার