
ছবি: জনকন্ঠ
ফরিদপুরে খেলাঘরের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২ মে) ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষ্যে দিনব্যাপী শিশু-কিশোরদের প্রতিযোগিতা, পুনর্মিলনী, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও তপন বোস স্মৃতিপদক প্রদান করা হয়।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যাপক আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর ফরিদপুর জেলা শাখার সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক আক্তারি জাহান ববি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহান জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত।
অনুষ্ঠানে খেলা ঘরের প্রতিযোগীরা এবং তাদের অভিভাবকেরাও অংশগ্রহণ করেন।
রবিউল হাসান