ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি: খেলার মঞ্চ ভাঙচুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৩:২৮, ২ মে ২০২৫

রাজশাহীতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি: খেলার মঞ্চ ভাঙচুর

ছবি: জনকন্ঠ

রাজশাহী চারঘাটের স্কুল মাঠে প্রকাশ্যে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে খেলা অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট।


চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রিতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। সে জন্য পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তৈরি করা হয় মঞ্চ। সাজানো ছিল চেয়ার। তবে তার আগেই বেলা সাড়ে এগারোটার দিকে একদল দুর্বৃত্ত স্কুলমাঠে প্রবেশ করে অন্তত চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তৈরি করা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, আচমকা ককটেলের বিকট শব্দে আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।


তবে কারা এ কাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মিজানুর রহমান।


জানা গেছে, আজ বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রিতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদের। স্থানীয় বিএনপির অপর একটি অংশ এ কাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মামুন/রবিউল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার