ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি: মো. নূরুল ইসলাম

প্রকাশিত: ১২:৩৪, ২ মে ২০২৫

আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি: মো. নূরুল ইসলাম

আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।তিনি বলেন, জামায়াতে ইসলামী সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আন্দোলনের বড় সাফল্য হচ্ছে আওয়ামী লীগের পাতানো নির্বাচন বর্জন।

বৃহস্পতিবার (০১ মে) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের বিশেষ শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,পুরো জাতি বিরোধী দলগুলোর ভোট বর্জনকে সমর্থন করেছে। এমনকি আওয়ামী লীগের ঐ সকল প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি। কারণ দিন শেষে দেখা গেছে ৪% থেকে ৫% ভোট পড়েছে। আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের প্রার্থী ও তাদের পরিবারের লোক ব্যতীত আর কেউ ভোট দেয়নি। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ এ দেশে ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

তিনি আরো বলেন,মানুষ ভোটের অধিকার ফিরিয়ে পেতে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। মানুষ এমন একটি ভোট চায়, যেখানে নিজের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট দিতে পারবে এবং ভোটের ফলাফল সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকাশ পাবে। শুধু ভোট গ্রহণ সুষ্ঠু হলে হবে না, ফলাফলও সুষ্ঠু হতে হবে।

কারণ ভোট গ্রহণের পর পরাজয়ের ভয়ে ক্ষমতালোভীরা নির্বাচনের সাথে জড়িতদের প্রভাবিত করে ফলাফল পাল্টিয়ে দেয়। এজন্য জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের সক্ষমতা যাচাই করতে চায়। এই দাবি শুধু রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নয়, এই দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের-বলেছেন মো. নূরুল ইসলাম।

এ সময় তিনি আরো বলেন, যেনতেনভাবে নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে জনগণ ঐ নির্বাচন প্রতিহত করবে। যেকোনো সংঘাত এড়াতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। ক্ষমতার পালাবদলের জন্য নয়, ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়েছে বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। ন্যায়বিচার, সুশাসন ও স্বাধীনতার জন্য পরিবর্তন প্রয়োজন। ছাত্র-জনতার প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করে নির্বাচন দিতে হবে।

ব্যবসায়ীরা চাঁদাবাজ থেকে বাঁচতে জামায়াতে ইসলামীর দিকে দলে দলে যোগদান করতে আসছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করেছে কিন্তু কেউ কেউ ক্ষমতায় যাওয়ার আগেই সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, লুটপাটে বেপরোয়া হয়ে উঠেছে। এদের জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। যেকোনো সময় মানুষ এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

৫ আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জনগণের জানমাল রক্ষায় পাহারাদারের দায়িত্ব পালন করেছে।অপরদিকে অন্যরা চাঁদাবাজি, দখলদারিত্বে লিপ্ত হয়েছে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, কালোবাজারি, সিন্ডিকেট ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তাই একটি কল্যাণ ও আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, জমিনে দ্বীন কায়েমের আগে নিজের মাঝে ও নিজ পরিবারে দ্বীন কায়েম করতে হবে। জামায়াতে ইসলামী দলের কর্মীদের ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আদর্শিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে বলেই জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। যেই নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রাখা যায় নির্দ্বিধায়। নতুন বাংলাদেশ গড়তে তিনি জামায়াতে ইসলামীকে সুযোগ দিতে ঢাকা-১০ আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে ধানমন্ডি জোনের সকল থানা আমীর ও সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আফরোজা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার