
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ২৩ বছর বয়সী উদ্যমী তরুণ আসাদ বাইসাইকেল স্টান্টে কুড়িয়েছেন সবার নজর। ছোটবেলা থেকেই সাইকেলের প্রতি তার গভীর টান। সেই ভালোবাসা থেকেই ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন একজন স্টান্ট রাইডার হিসেবে।
প্রতিদিন সকাল-বিকেল পৌর শহরের বিভিন্ন সড়কে দেখা মেলে আসাদের। কখনো সাইকেলের সিটে মাথা রেখে দুই পা তুলে ধরে চালান, কখনো এক চাকা তুলেই দীর্ঘক্ষণ ভারসাম্য রেখে চালিয়ে যান সড়কজুড়ে। আবার কখনো সাইকেলের হাতল কিংবা সিটের ওপর পা রেখে চালিয়ে মুগ্ধ করেন পথচারীদের।
দর্শনার্থীদের কেউ কেউ দাঁড়িয়ে থেকে মোবাইলে ভিডিও করেন তার কৌশল, কেউ কেউ প্রশংসায় ভাসান এই তরুণকে।
স্থানীয় বাসিন্দা আশিক বলেন, "প্রতিদিন আমরা তাকে ভিন্ন ভিন্ন স্টাইলে সাইকেল চালাতে দেখি। সত্যি বলতে, এমন কৌশল চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।"
হেড স্টান্ট, উইলি, সার্ফিং, রোলিং, টপি—সাইকেল স্টান্টের এমন অনেক জটিল কৌশল রপ্ত করেছেন আসাদ নিজে চেষ্টা করেই। তার কাছে কোনো পেশাদার প্রশিক্ষণ নেই। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে নিজেই শিখেছেন এসব কৌশল।
তরুণদের জন্য অনুপ্রেরণার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আসাদ। অনুশীলনের জন্য যদি উপযুক্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা পান, তাহলে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়েও অংশ নিতে পারেন তিনি—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
নুসরাত