
আগামী দিনে জামায়াত ক্ষমতায় আসলে জয়পুরহাট জেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী কাজের অংশ হিসেবে জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে শহরের কয়েকটি বাজার এলাকায় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সেই সাথে আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করা হবে।জামায়াতে ইসলামী আপনাদের (ব্যবসায়ীদের) পাশে দাঁড়াবে, যাতে আপনারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করা হবে।
গণসংযোগের আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ আরও অনেকেই।
এসময় তারা শহরের বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র বিলি, ইসলামী সাহিত্য এবং সহযোগী ফরম বিতরণ করেন।
রিফাত