
ছবি : সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদী অংশে নির্মিতব্য বাইপাস সড়ক নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় শিমুলতলা থেকে বাঘাটা পর্যন্ত ৭.০২ কিলোমিটার সড়ক বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে ২.০৮ কিলোমিটার কমিয়ে বাইপাস নির্মাণের কাজ চলছে, যা শেখেরচর, বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে যাবে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, এই বাইপাস নির্মাণ দেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র শেখেরচর ও বাবুরহাট পাইকারি বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারা দাবি করছেন, বাইপাস সড়কটি বাজারকে মূল সড়ক থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, ফলে ক্রেতাদের প্রবাহ কমে যাবে এবং হাজার হাজার ব্যবসায়ী তাদের জীবিকা হারাবেন। ব্যবসায়ী নেতারা অভিযোগ তুলেছেন যে মাত্র ২ কিলোমিটার রাস্তা কমাতে গিয়ে হাজার কোটি টাকার বাণিজ্যিক ক্ষতি করা হচ্ছে।
অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের বক্তব্য, এই বাইপাস নির্মাণের মূল উদ্দেশ্য ঢাকা-সিলেট রুটের যানজট কমানো এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করা। বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমান মহাসড়কের বাঁকগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়কটি সরলীকরণ করা হচ্ছে, যা যাত্রীদের সময় ও নিরাপত্তা দুটিই নিশ্চিত করবে। পাশাপাশি তারা আশ্বাস দিয়েছেন যে শেখেরচর-বাবুরহাট এলাকার সড়কটি প্রশস্ত করে চার লেনে উন্নীত করা হবে, যাতে স্থানীয় ব্যবসায়ীরা সুবিধা পেতে পারেন।
১৬,০০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ২১০ কিলোমিটার ছয় লেনে উন্নীত করার এই প্রকল্পে নরসিংদী অংশে ৫২ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ চলছে। তবে স্থানীয় ব্যবসায়ীরা ইতিমধ্যে বাইপাস নির্মাণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি, এই বাইপাস বাস্তবায়িত হলে দেশের একটি ঐতিহ্যবাহী বাজার ধ্বংস হয়ে যাবে। এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে সমন্বয় না হলে প্রকল্পটি বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র:https://youtu.be/zNw-4g5_AC8?si=Pad2ptlFA587PkFe
আঁখি