কাপ্তাই হ্রদ
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ৫টি ইউনিট রয়েছে, সবকটি ইউনিট একযোগে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে সর্বোচ্চ ২০০ মেগাওয়াট বিদদ্যুৎ উৎপাদন হচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে বিশাল কাপ্তাই হ্রদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে।
শনিবার (৩ আগস্ট) জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে হ্রদে পানি বৃদ্ধি পায়। ফলে পাঁচটি বিদ্যুৎ ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানি আরো বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান।
বিদ্যুৎ উৎপাদন পাঁচটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৫ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই হ্রদে এই সময়ে ৮৯ দশমিক ৩২ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও আজ শনিবার বিকাল পর্যন্ত ৯৪ দশমিক ৩০ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই হ্রদে পানি পরিমাণ বর্তমানের চেয়ে ৫ এমএসএল বেশি রয়েছে। হ্রদে পানির ধারণ ক্ষমতা রয়েছে ১০৯ এমএসএল এবং বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে। ৭২৫ বর্গ কিলোমিটার কাপ্তই হ্রদ এলাকায় বর্তমানে প্রতিদিন ভারি বৃষ্টিপাত হচ্ছে, তা ছাড়া ভারতের পাহাড়ি অঞ্চল থেকে কর্ণফূলী নদী দিয়ে প্রচুর পাহাড়ি ঢল আসছে। এই অবস্থা চলতে থাকলে হ্রদে পানির ধারণ ক্ষমতা ছড়িয়ে যেতে পাড়ে বলে অভিজ্ঞজনের ধারণা।
এম হাসান