ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

লাঙ্গলবন্দে পূণ্যার্থীদের স্নানোৎসব

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৩, ১৫ এপ্রিল ২০২৪

লাঙ্গলবন্দে পূণ্যার্থীদের স্নানোৎসব

ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে স্নান উৎসবে পুণ্যার্থীরা। সোমবার বিকেলে তোলা

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্য স্নানোৎসব। যা চলবে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত। স্নানোৎসব উপলক্ষে তিন স্তরের কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে জেলা পুলিশ। তিন কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। স্নানোৎসবকে ঘিরে নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশসহ দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

পাপ মোচনের আশায় বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে লাঙ্গলবন্দ এলাকাটি। লাঙ্গলবন্দ স্নানোৎসব উদ্যাপন কমিটির সভাপতি সরোজ সাহা জানান, স্নানোৎসবে দেশের বিভিন্ন প্রাপ্ত ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা আসছেন। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, স্নানোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

×