গ্রেপ্তার যুবক আবুল কালাম আজাদ
প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পর কিশোরীকে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগে আবুল কালাম আজাদ নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হক ওরফে কুতুব উদ্দিন বিশ্বাসের ছেলে।
র্যাব-০৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক সঞ্জয় কুমার সরকার বলেন, ‘অভিযুক্ত আবুল কালাম প্রেমের ফাঁদে ফেলে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার ওই কিশোরীকে বিয়ে করে। পরবর্তীতে কালাম ওই কিশোরীকে গত ১৮ সেপ্টেম্বর পতিতালয়ে বিক্রি চেষ্টা করে। ভুক্তভোগী কিশোরী পালিয়ে এলে ওইদিন তার মা পাংশা থানায় আবুল কালামকে অভিযুক্ত মামলা করেন। এরপর আত্মগোপনে যায় কালাম।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে অভিযুক্তকে কুষ্টিয়ার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।’
এবি