ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জমি ও রাস্তা কাটার প্রতিবাদে মানববন্ধন

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২২:০৭, ১ অক্টোবর ২০২৩

জমি ও রাস্তা কাটার  প্রতিবাদে  মানববন্ধন

জমি ও রাস্তা কেটে খাল করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মাদারীপুরে ফসলি জমি রাস্তা কেটে খাল খনন করায় মানববন্ধন করেছেন এলাকাবাসী, কৃষক, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষ। রবিবার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বড় বাহাদুরপুর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাল খনন বন্ধে এলাকাবাসী জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রাসমোহন সরকার, বীর মুক্তিযোদ্ধ বিশে^শর বাড়ৈ, পরিমল সরকার, শুকচাঁন ভক্ত, কমলেশ ভক্ত। পরিমল সরকার বলেন, ‘এখানে খাল খনন করা হলে কৃষকের জমি নষ্ট হবে। বড় বড় ভবন থেকে শুরু করে বসতঘর ভেঙে যাবে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হবে এলাকাবাসীর। আমরা খাল চাই না। এই খাল খনন যদি বন্ধ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা রাসমোহন সরকার বলেন, ‘আমার বয়স ৬৫ বছর। জন্মের পর থেকে এখন পর্যন্ত কখনোই এখানে খাল ছিল না। তাহলে কেন খাল খনন করতে হবে।মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ‘খাল খনন বন্ধের জন্য একটি আবেদন করেছেন এলাকাবাসী। সব কিছুর খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×