ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ষড়যন্ত্রের পরও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ১৮:১২, ৫ সেপ্টেম্বর ২০২৩

ষড়যন্ত্রের পরও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ

শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে। আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের কারিগর। এ জন্য শিক্ষার্থীদের ভালভাবে পড়াশোনা করতে হবে। এই এসএসসি ফলাফল জীবন গড়ার প্রথম পর্ব শুরু হলো। প্রধামন্ত্রী শেখ হাসিনা শিক্ষাঙ্গনে ব্যাপক উন্নয়ন করায় দেশে এখন শিক্ষার হার বেশি। ঝড়ে পড়া শিক্ষার্থীরাও ভাল করছে। 

মঙ্গলবার দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলার ১ হাজার ১৪ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। 

আধুনিক জ্ঞান, বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। তিনি বলেন, বিএনপির ক্ষমতাকালীন দেশকে ধ্বংস করে দেয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে কলমের বদলে মাদক ও অস্ত্র দেয়া হয়েছিল। জঙ্গিবাদ ও সন্ত্রাস করে এ দেশকে আবারও তারা পাকিস্তান বানাতে চেয়েছিল। 

কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ও নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই, আজ বাংলাদেশের এত উন্নয়ন। উন্নয়ন ও অগ্রতিতেও বিএনপির নানান ষড়যন্ত্র। বিএনপির নানান ষড়যন্ত্রের পরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটার পর একটা সাফল্য দেখছে দেশের মানুষ। 

দিনাজপুর ইনস্টিটিটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, আতিকুর রহমান নিউ, দিনাজপুর ইনস্টিটিউট এর সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী প্রমুখ। 

 

এস

×