ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রয়াত এম আব্দুর রহিমকে শ্রদ্ধাভরে স্মরণ

​​​​​​​স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ২২:২২, ৪ সেপ্টেম্বর ২০২৩

প্রয়াত এম আব্দুর রহিমকে  শ্রদ্ধাভরে স্মরণ

প্রয়াত এম আব্দুর রহিম স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান

দিনাজপুরের সর্বস্তরের জনতা শ্রদ্ধাভরে স্মরণ করল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মুজিব নগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন- এর চেয়ারম্যান, ‘স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা অ্যাডভোকেট এম আব্দুর রহিমকে। সোমবার প্রিয় নেতার ৭ম মৃত্যুবাষির্কীতে শ্রদ্ধা জানাতে সমাধিতে ভিড় করেন হাজারো মানুষ।

এম আব্দুর রহিম সমাজকল্যাণ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, দিনাজপুর’-এর কর্মসূচিতে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সকাল ১১টা থেকে দিনাজপুর সদর উপজেলার জালালপুরে প্রয়াত এই রাজনীতিকের সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর জেলা দায়রা জজ যাবিদ হোসেন, হাবিপ্রবির ভিসি মো. কামরুজ্জামান, দিনাজপুর শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর আব্দুস সামাদ আজাদ, এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরউল্লাহ, হাসপাতালের পরিচালক ডা. নুরুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ ডা. নাদির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ  মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর শিল্প বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বি কে বোস, এম আব্দুর রহিম সমাজকল্যাণ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি শেষে প্রয়াত জননেতা এম আব্দুর রহিমের কবর জিয়ারত বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মরহুম এম আব্দুর রহিমের বড় পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।

এছাড়া দিনাজপুর ডায়াবেটিক সমিতি জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের আয়োজনে এবং জালালপুরে এম আব্দুর রহিম জনকল্যাণমুখী যুব সংগঠনের ব্যবস্থাপনায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, চক্ষু পরীক্ষা চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

×