ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৯৫ টন পাথর আমদানি

​​​​​​​ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

প্রকাশিত: ২১:০৬, ২৭ আগস্ট ২০২৩

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৯৫ টন পাথর আমদানি

.

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর দিয়ে ৯টি ট্রাকে করে ১৯৫ টন ভাঙা পাথর আমদানি হয়েছে ভারত থেকে। এর মধ্য দিয়ে আবারও সচল হলো বন্দরের পণ্য আমদানি বাণিজ্য। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করেছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করে। আমদানিকৃত পাথর থেকে আখাউড়া স্থলশুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করে। মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি  মোজাম্মেল হক জানান, বন্দর দিয়ে মোট হাজার টন ভাঙা পাথর আমদানির জন্য এলসি খোলা হয়েছে।

 

×