
পাহাড় ধসে যান চলাচল বন্ধ।
ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটছে। টানা বর্ষণে রবিবার (২৭ আগস্ট) সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। ফলে ৮ ঘণ্টা ধরে সিন্দুকছড়ি-মহালছড়ি ও গুইমারা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সন্ধ্যার দিকে এ সড়কে শুধু মাত্র মোটর সাইকেল ও সিএনসি চলাচল শুরু হয়েছে।
সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। সড়ক যোগাযোগ চালু করতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। সড়কটি সেনাবাহিনীর ২০ ইসিবির আওতাভুক্ত।গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, ধসে পড়া মাটি সরাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। প্রাথমিকভাবে সিএনজি ও মোটরসাইকেল চলাচল করতে পারে এমন ব্যবস্থা করা হয়েছে। তবে রাস্তাটিতে সড়ক যোগযোগ স্বাভাবিক হতে আরো দু’একদিন সময় লাগতে পারে।
এম হাসান