
ফ্রি মেডিকেল ক্যাম্প।
সুনামগঞ্জে শোকের মাস আগস্টে শহীদদের স্মরণে বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্পে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) জগন্নাথপুর পৌর শহরের ইকরছই মাদ্রাসায় এই সেবা দেওয়া হয়। এতে প্রায় পাঁচ হাজার রোগীকে এতে বিশেষজ্ঞ চিকিৎক ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। জগন্নাথপুর পৌরসভা ও আশাপাশে কয়েকটি গ্রামের রোগীরা এ সময় চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আরও পরুন:ব্রি৯৮ আউশ ধান খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসন নৌকার মনোনয়নপ্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার রাজনৈতিক দর্শনই হলো মানুষের সেবা করা, মানবতার কল্যাণে কাজ করা। এই লক্ষ্যকে সামনে রেখে ১৫ আগস্ট কালোরাতে জাতির পিতা ও তার পরিবারের স্মৃতির উদ্দেশ্যে গরীব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করা হয়েছে।’
এম হাসান