ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রেমিকার মান ভাঙাতে প্রেমিকের শপথ ভিডিও নিয়ে সংঘর্ষ, আহত ১৫ 

প্রকাশিত: ১৯:৫২, ১৯ আগস্ট ২০২৩; আপডেট: ১৯:৫৩, ১৯ আগস্ট ২০২৩

প্রেমিকার মান ভাঙাতে প্রেমিকের শপথ ভিডিও নিয়ে সংঘর্ষ, আহত ১৫ 

প্রেমিক-প্রেমিকা।

সুনামগঞ্জের প্রবাসী প্রেমিকার মান ভাঙাতে একটি ভিডিও করে পাঠান প্রেমিক। আর এই ভিডিও পৌঁছে যায় পরিবারের লোকজনের কাছে। সেটিকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (১৯ আগস্ট) জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি (সৈদপুর) গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ‘প্রতারণা করবেন না’ বলে একটি শপথের ভিডিও সৌদি প্রবাসী প্রেমিকাকে পাঠান প্রেমিক। পরে ওই ভিডিও নিজ পরিবারের লোকজনকে পাঠান প্রেমিকা। ভিডিওটি মসজিদের মধ্যে দাঁড়িয়ে পবিত্র কোরআন মাথায় নিয়ে শপথ করা। পরে মসজিদ কমিটির সদস্যরা ওই যুবককে মসজিদের ভেতর ভিডিও করা নিয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে মসজিদ কমিটিসহ দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি জেরে সংঘর্ষ বাধে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পরুন:সাকিব আসছেন বরিশালে

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি মিমাংসার চেষ্টা করছেন।

এম হাসান

×