ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

টাঙ্গুয়ার হাওড়ে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন 

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশিত: ১৫:২৮, ২ আগস্ট ২০২৩; আপডেট: ১৫:৩৯, ২ আগস্ট ২০২৩

টাঙ্গুয়ার হাওড়ে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন 

জামিন পাওয়া শিক্ষার্থীরা

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমণে যাওয়ার নাম করে সরকারবিরোধী ষড়যন্ত্র কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া, আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

এর আগে রবিবার (৩০ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে পুলিশ তাদের গতিরোধ করে থানায় নিয়ে আসে।

পরে সোমবার (৩১ জুলাই) সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন (২০০৯) এ গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

 এসআর

×