ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নিখোঁজ পর্যটক

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশিত: ১২:২০, ২১ জুলাই ২০২৩

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নিখোঁজ পর্যটক

হাওর। ছবি: জনকণ্ঠ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে দুর্ঘটনার কবলে পড়ে জামরুল মিয়া নামের এক পর্যটক পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ জামরুলের মরদেহ হাওর থেকে উদ্ধার করেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে নিলাদ্রী লেকে যাওয়ার পথে পালই হাওর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সঙ্গে থাকা আরও তিন পর্যটক গুরুতর আহত হোন।

জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকের একটি দল নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা করলে পালই নামক হাওরে পল্লী বিদ্যুতের লাইনের তারের সংস্পর্শে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় নৌকার উপরে থাকা চারজনের মধ্যে তিন জনকে পানি থেকে উদ্ধার করলেও জামরুল মিয়ার খোঁজ মেলেনি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফেতেখার হোসেন।

এসআর

×