
পদ্মা নদী
দ্রুত বাড়ছে শরীয়তপুরে পদ্মা নদীর পানি। নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে রবিবার সকালে পদ্মার পানি বিপদসীমার মাত্র ১ দশমিক ৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন-চার দিন যাবত পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে নীচু এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পদ্মা পাড়ের মানুষ। তবে জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী কর্মকর্তা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
স্থানীয় লোকজন জানিয়েছেন, হঠাৎ করে দ্রুত পদ্মার পানি বৃদ্ধির ফলে জাজিরা উপজেলার বিলাশপুর, পালেরচর, নাওডোবা, কুন্ডেরচর ও নড়িয়া উপজেলার নওপাড়া ও চরআত্রাসহ চরাঞ্চল এলাকার কয়েকশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্ভোগে পড়েছে চরাঞ্চলের মানুষ। পদ্মার মাঝে চর জেগে ওঠায় মানুষ সেখানে বসবাস করছে। নিমজ্জিত হয়েছে ফসলি জমি। দ্রুত পানি বৃদ্ধির ফলে আতঙ্কিত পদ্মাপাড়ের মানুষ। এভাবে পানি বৃদ্ধি পেলে বন্যার আশঙ্কা করেছেন তারা।
জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব পদ্মা নদীর পানি বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, পদ্মার পানি এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পানি বৃদ্ধি না পেলে এবং বৃষ্টি না হলে বন্যার কোন সম্ভাবনা নেই। তবে পানি বৃদ্ধির ফলে নদী ভাঙন দেখা দিতে পারে, সে লক্ষ্যে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
এসআর