ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সালাউদ্দিন সভাপতি পেয়ারু সম্পাদক

পূর্ব মাদারবাড়ী আওয়ামী লীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:৪১, ২৮ মে ২০২৩; আপডেট: ১৩:১২, ২৮ মে ২০২৩

পূর্ব মাদারবাড়ী আওয়ামী লীগের সম্মেলন

ছবি: সংগৃহীত।

মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ রাজপথের শক্তি। আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া কোনো দল নয়। আমাদের ক্ষমতার উৎস জনগণ। তাদের ইচ্ছা-অনিচ্ছায় এই দল চলে। তারা রায় দিলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, রায় না দিলে রাজপথেই থাকবে।
শনিবার বিকেলে পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। 
বক্তারা বলেন, দল সুশৃঙ্খল থাকলে সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে। মনে রাখতে হবে ঐক্যই আমাদের শক্তি। তাই বিভাজন বা বিরোধ নয়, কোনো সমস্যা বা মতবিরোধ থাকলে আসুন একসঙ্গে বসে সবকিছু ঠিক করে নেওয়া হবে। এই সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কমিশনার জহির আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ লতিফ এমপি, মাহবুবুল হক মিয়া, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সিএনসি স্পেশাল, এম এ ছালাউদ্দিন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালটে সালাউদ্দিন ইবনে আহমেদ সভাপতি ও মুজিবুল হক পেয়ারু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

×