
উড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলন্ত রিকশাভ্যানের চাকায় উড়না পেঁচিয়ে হনুফা বেগম (৬০) নামে একজন বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, হনুফা বেগম রবিবার দুপুরে রিকশাভ্যানে চড়ে পাশের কর্ণঝোরা এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। পথে বেলা ১২টার দিকে বাট্টাজোড় সকাল বাজার এলাকায় পৌঁছলে রিকশাভ্যানের চাকায় তার উড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জনকণ্ঠকে জানান, বাট্টাজোড়ে রিকশাভ্যানের চাকায় উড়না পেঁচিয়ে নিহত বৃদ্ধা হনুফা বেগমের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
এমএস