ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় পাইপগানসহ দুই ব্যক্তি আটক 

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা  

প্রকাশিত: ১০:৫৯, ১২ মে ২০২৩

নেত্রকোনায় পাইপগানসহ দুই ব্যক্তি আটক 

আটক ব্যক্তিরা

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সাহিতপুর এলাকা থেকে দেশে তৈরি একটি পাইপগানসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৪ (কিশোরগঞ্জ ক্যাম্প) এর সদস্যরা তাদের আটক করেন। 

আটকরা হচ্ছেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর গ্রামের মৃত আরাধন বর্মণের ছেলে সুব্রত বর্মণ (২৮) ও তার সহযোগী একই গ্রামের মৃত সতীশ চন্দ্র বিশ^শর্মার ছেলে রিপন চন্দ্র বিশ্ব শর্মা (৩৫)। 

র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, সাহিতপুর এলাকায় অস্ত্রসহ দুই লোক অবস্থান করছে। 

এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। 

অস্ত্রধারী সুব্রত বর্মণের কাছ থেকে পাইপগান ছাড়াও একটি একটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। 

র‌্যাবের কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অস্ত্র রাখার কথা স্বীকার করেছে। তাদের কেন্দুয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

এসআর

×